বাঁচানো গেল না দুই মাথাওয়ালা শিশুটিকে
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া দুই মাথাবিশিষ্ট কন্যাশিশুকে বাঁচানো গেল না। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে মারা গেছে সে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা এ তথ্য জানান।
ডা. আবিদ হোসেন বলেন, শিশুটির দুটি হৃদযন্ত্র ছিল। আর এ দুটিতেই ছিদ্র ছিল। আরো বেশ কিছু রোগ ছিল তার। যে কারণে শিশুটিকে বাঁচিয়ে রাখা গেল না।
গত ১১ নভেম্বর সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার নামে বেসরকারি একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। ওই দিন রাতেই তাকে ঢামেকে নিয়ে আসেন বাবা-মা।
শিশুটির বাবার নাম জামাল উদ্দিন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী এলাকায় তাদের বাড়ি। শিশুটির জোড়া মাথা হলেও হাত-পা ছিল দুটি করে। মাথা ছাড়া শরীরের নিচের অংশ স্বাভাবিক শিশুর মতোই ছিল।
মন্তব্য চালু নেই