বহিষ্কৃত নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় ছাত্রলীগ সভাপতি
শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভায় যোগ দিতে সোমবার ঢাকা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত আহ্বায়ক নুর আলম রাজুকে নিয়ে লক্ষ্মীপুরে পৌঁছান তিনি।
মঙ্গলবার তাকে সঙ্গে নিয়েই জনসভায় যোগ দেন ছাত্রলীগ সভাপতি। এর আগে গত ২২ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা কলেজ ছাত্রলীগের নুর আলম রাজুসহ ১৯ নেতাকে বহিষ্কার করে ছাত্রলীগ। কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতাকে নিয়ে ছাত্রলীগ সভাপতি প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কয়েকজন কেন্দ্রীয় নেতা। তাতেই সমালোচনার শুরু হয়। বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিষয়টিকে ভালোভাবে দেখেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন, প্রধানমন্ত্রীর এ ঐতিহাসিক জনসভায় বহিষ্কৃত নেতাকে নিয়ে যোগ দেয়ায় ছাত্রলীগ সভাপতি নিজেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ক্ষুদে বার্তায় ব্যস্ততার কারণ দেখান।
বিষয়টি নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন কোনো মন্তব্য করতে রাজি না হলেও নুর আলম রাজুর বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন।
মন্তব্য চালু নেই