বসুন্ধরা সিটিতেই কেন বারবার আগুন : আনিসুল হক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলেই কেন বারবার আগুন লাগে। এ নিয়ে তিন তিন বার আগুন লাগলো বসুন্ধরা সিটিতে। আমি এ বিষয়ে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে জানতে চাই। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে।
রোববার দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আমাদের রিপোর্ট অনুযায়ী এখনো কোনো মানুষ মারা যায়নি। ছয়তলায় ৬/৭ জন ছিলেন তারা উপরে উঠে গেছেন।
ফায়ার সার্ভিসের বরাদ দিয়ে তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, আগুন লাগার পরপরই বসুন্ধরা সিটির নিজস্ব ব্যবস্থানপায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এরপর ফায়ার সার্ভিস তাদের কাছ থেকে নিয়ন্ত্রণে নেয়।
এর আগে, রোববার বেলা ১১টা ২৩ মিনিটে বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগে। জনপ্রিয় এই শপিং মলের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মন্তব্য চালু নেই