বসুন্ধরার ওপরে র্যাবের হেলিকপ্টার টহল
বসুন্ধরা সিটি শপিং মলে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে এরই মধ্যে মার্কেটের ওপরে র্যাবের হেলিকপ্টার টহল দিচ্ছে। কারণ, বসুন্ধরার ছাদে এখনও কয়েকজন আটকা আছেন বলে জানা গেছে।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বি. জে. আহম্মদ আলী।
মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শনের সময় বলেছিলেন, ‘হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে ব্যবহার করা হবে।’
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন, ‘৮-৯ জনকে উদ্ধার করেছি আমরা। এখনও তিনজন লোক আটকা পড়ে আছেন।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন, ‘এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে ফায়ার সার্ভিস মূলত কাজটি করছে। আমরা তাদের কাজের উপযোগী পরিবেশ তৈরি করছি।’
মন্তব্য চালু নেই