বলিউডে শক্ত শিকড় গেড়েছেন সানি লিওন

বলিউডে শক্ত শিকড় গেড়েছেন পর্নো অভিনেত্রী সানি লিওন। এখন আর শুধু শরীরের ওপর তিনি নির্ভরশীল নন।

এরইমধ্যে তিনি ভালো হিন্দি শিখেছেন। নাচ শিখেছেন। সর্বোপরি ভারতের দর্শকদের চাহিদা বুঝে গেছেন। আর তাই তিনি বলিউডেই তার উজ্জ্বল ক্যারিয়ার দেখতে পাচ্ছেন। আর তার শুভাকাঙ্খীরাও তাকে জায়গা দিচ্ছে।

বিশেষ করে শরীর পুঁজি করে যে প্রযোজক পরিচালকরা ছবি নির্মাণ করেন, তাদের কাছে সানি লিওনের চাহিদা বাড়ছে। সনি এটা জেনেই শরীরটাকে ভিত্তি করেই অবিনয়ের অন্যান্য দিক নিয়ে চর্চা করে যাচ্ছেন। তিনি ভালো মতোই জেনে গেছেন, ভারতের দর্শকরা তার শরীর দেখতে চায়। তাই যতদিন শরীর আছে, ততোদিন তিনি বলিউডে রাজত্ব করতে পারবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের সাফল্য আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন। আর বলিউডে শক্ত শিকড় গাড়ার বিষয়টি তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি অন্য কোথাও যাচ্ছেন না, বলিউডেই স্থায়ী হচ্ছেন।



মন্তব্য চালু নেই