বর্ষায় সাবধান! আপনার গাড়ির টায়ারে এই লক্ষন গুলো ঠিক আছে তো?

বর্ষায় গাড়ি চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে। তা সে চার চাকার গাড়ি হোক অথবা দু’চাকা।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গাড়ির চাকার টায়ারের গ্রিপ ঠিকমতো না হওয়াতেই নিয়ন্ত্রণ হারান চালক। ফলে বর্ষায় নিজের প্রিয় বাহনটিকে নিয়ে রাস্তায় নামার আগে গাড়ির টায়ারের অবস্থা ভাল করে পরীক্ষা করে নিন।
কিন্তু কীভাবে বুঝবেন বর্ষার রাস্তায় নামার জন্য আপনার গাড়ির টায়ারগুলি উপযুক্ত কি না?

১. গাড়ির টায়ারে যে স্পাইক বা খাঁজ কাটা থাকে, সেগুলির অবস্থা দেখে নিন। এই খাঁজগুলি অন্তত ২ মিমি গভীর হওয়া উচিত।

২. টায়ারের বয়স বেশি হলে ভিজে রাস্তায় বিপদ ঘটার সম্ভাবনা বেশি। টায়ারের আস্তরণ যথেষ্ট পুরু আছে কি না এবং টায়ারের গা ফেটে গিয়েছে কি না, সেগুলি দেখে নিন।

৩. গাড়িতে যদি এবিএস ব্রেকিং সিস্টেম না থাকে, সেক্ষেত্রে গাড়ির চারটি টায়ারই সমান মানের ব্যবহার করার চেষ্টা করুন।

৪. বর্ষাকালে গতি যেমন কম রাখা উচিত, তেমনই আগের গাড়ির থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন।

৫. ব্রেক মারার সময়ে আচমকা ব্রেক চেপে ধীরে ধীরে ব্রেক চাপুন। খুব জোরে বৃষ্টি না হলে গাড়ির হেডল্যাম্প জ্বেলে রাখুন।



মন্তব্য চালু নেই