বর্ষসেরা আইটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম খান

তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ১৫ ব্যক্তিকে সম্মাননা দিয়েছে কম্পিউটার জগৎ। এর মধ্যে বর্ষসেরা আইটি ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সম্মাননা জানানো হয়েছে সদ্য সাবেক আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খানকে। বৃহস্পতিবার শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ বুয়েটের সাবেক উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী।

সম্মাননাপ্রাপ্ত অন্যরা (জীবিত) হলেন- তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজ বেগম, বুয়েটের শিক্ষক ড. মোস্তফা আকবর, ইনচার্জ ডাটা সেন্টারের পরিচালক তারেক মো. বরকতুল্লাহ, এখনি.কমের নির্বাহী কর্মকর্তা শামীম আহসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সফটওয়ার বিশেষজ্ঞ ফরিদ শেখ, রিভ সিস্টেমের নির্বাহী মো. রেজাউল হাসান, জিপিআইটির নির্বাহী কর্মকর্তা রাইহান শামসি, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান ও ফ্রিল্যান্সার শরীফ মোহাম্মদ শাহজান।

অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় তিনজনকে। তারা হলেন- ফ্লোরা লিমিটেডের প্রতিষ্ঠাতা এমএন রফিকুল ইসলাম রয়েল, বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ ও প্রযুক্তি আন্দোলনের অন্যতম কলমযোদ্ধা সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তান।

মরণোত্তর সম্মাননা প্রাপ্তদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্য প্রযুক্তি ব্যক্তিত্ব মোস্তফা জব্বার।



মন্তব্য চালু নেই