বর্ধমানে ভরপেট দুপুরের খাবার ১০ টাকায়

ভারতের বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ডের পরিত্যক্ত যাত্রীনিবাসে শিগগিরই চালু হচ্ছে এই ১০ টাকার হোটেল। বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহনের ভাবনার বাস্তবায়নে উদ্যোগী হয়েছে পুরসভা।
নানা মহলে আলোচনার পর গত ১৯ এপ্রিল বর্ধমান টাউন হলে আয়োজিত এক সভায় পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত হয়। জেলাশাসক ও পুরপ্রধান ছাড়াও শহরের ব্যবসায়ী থেকে সমাজসেবী, এমনকী রাজনৈতিক ব্যক্তিত্বরাও সভায় উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতা নিয়ে এই পরিষেবা চালানোর আহ্বানে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।
জানা গেছে, সস্তার ওই লাঞ্চের জন্য মাথাপিছু খরচ পড়বে ২৫ টাকা। তবে ভর্তুকি দিয়েই ১০ টাকার এই পরিষেবা চালানো হবে। সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কুপন সংগ্রহ করলেই মিলবে এই ১০ টাকার লাঞ্চ।



মন্তব্য চালু নেই