‘বর্তমান সঙ্কট নিরসনে সংলাপই একমাত্র পন্থা’
ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ বলেছন, ‘বর্তমান সঙ্কট নিরসনে সংলাপই একমাত্র পন্থা। পেশীশক্তির স্থলে মেধা ও বুৎপত্তির সমন্বয়ে বৃহত্তর জাতীয় স্বার্থে সকল সমস্যার সমাধানে পৌঁছাতে হবে।’
এ জন্য মতপ্রকাশের স্বাধীনতাসহ সমাজে সুশাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনীতির আধুনিকায়ন, রফতানিমুখী শিল্পকে হরতাল-অবরোধের বাইরে রাখার পরামর্শ দেয় ঢাকা চেম্বার।
এ সময় তিনি চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সিটিজেন কাউন্সিল গঠনের পরামর্শও দিয়েছেন।
ডিসিসিআই মিলনায়তনে বৃহস্পতিবার দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতাজনিত অর্থনৈতিক অচলাবস্থা নিরসনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
হোসেন খালেদ বলেন, ‘দেশের সিনিয়র নাগরিক, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে এ সিটিজেন কাউন্সিল হবে, যারা কোনোভাবেই রাজনৈতিক পরিচয়ে পরিচিত হবেন না। প্রস্তাবিত কাউন্সিল সকল রাজনৈতিক দলকে সমানভাবে মূল্যায়ন করে গ্রহণযোগ্য সুপারিশ প্রণয়ন করবে, যা প্রয়োজনে সংসদে উপস্থাপন করা যেতে পারে।’
তিনি জানান, এ নিয়ে প্রয়োজনে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে বসা হবে।
সংবাদ সম্মেলনে হোসেন খালেদ বলেন, ‘স্বাধীনতার মূলমন্ত্র ছিল একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে সকলের শাসনতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা। এ লক্ষ্যে ডিসিসিআই মনে করে যে কোনো পরিস্থিতিতে রাজনৈতিক সঙ্কট তৈরি হলে রাজনৈতিক দলগুলোকেই কার্যকর আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে, যাতে রাজনীতির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।’
মন্তব্য চালু নেই