বর্তমান মাথাপিছু ঋণ ১৩ হাজার ১৬০ টাকা
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ২০১৪-১৫ অর্থবছরের বাংলাদেশের জনগণের বৈদেশিক মাথাপিছু ঋণ ১৬৯ মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় ১৩হাজার ১৬০ টাকা। দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় ২ লক্ষ ৭ হাজার ২৬৫ কোটি টাকা ।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে মহিলা সাংসদ নুরজাহান বেগম এর এক প্রশ্নর জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাবে ৬১৮৫০ দশমিক ৫৬ কোটি টাকা, চীনের পাবে ৭,৩৫৬ দশমিক ০৮ কোটি টাকা, ভারতের পাবে ১,৬৫৭ দশমিক ৪৫ কোটি টাকা, আইডিএ (বিশ্বব্যাংক) পাবে ১০২,৩৪৩ দশমিক ৫ কোটি টাকা, আইডিবি ৩,৩৫৮ দশমিক ২১ কোটি টাকা, ডেনমার্কে ৮৬৯ দশমিক ২১ কোটি টাকা, জাপানের ১৯,৩৭৬ দশমিক ১৮ কোটি টাকা, দক্ষিণ কোরিয়ার ২,৭৯১ দশমিক ৭৮ কোটি টাকা, কুয়েতের ১,০৭৫ দশমিক ৪৬ কোটি টাকা, ইফাদের ২,৯৩৫ দশমিক ৩ কোটি টাকা, অন্যান ৩৬৫০ দশমিক ৭২ কোটি টাকা।
২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার রাজস্ব আদায়ের লক্ষ ছিলো ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা। অর্জিত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮১৯ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৮৫১ কোটি ৫০ লাখ টাকা বেশি আদায় হয়েছে।
এসবের মধ্যে শুল্ক বিভাগ হতে ৩৭ হাজার ৫০০ কোটি, মূসক বিভাগ হতে ৪৮ হাজার ২৬৪ কোটি এবং আয়কর বিভাগ হতে ৪৮ হাজার ৩৪৪ কোটি টকা আদায় করা হয় বলে অর্থমন্ত্রী সংসদে জানান।
মন্তব্য চালু নেই