বর্ণবাদ বিতর্কে ঐশ্বরিয়া

অলংকারের বিজ্ঞাপনে মডেল হয়ে বিতর্কে পড়লেন সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার বিরুদ্ধে বর্ণ বৈষম্য ও শিশুশ্রমকে প্রমোট করার অভিযোগ আনা হয়েছে।

এবিপি আনন্দ জানায়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশ হওয়া একটি অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে এই বলিউড অভিনেত্রীর সারা শরীর অলংকারে ঢাকা। আর পেছনে ছাতা হাতে দাঁড়িয়ে এক কৃষ্ণাঙ্গ বালক। এরপরই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রোষানলে পড়েন ঐশ্বর্য।

একটি সংস্থার পক্ষ থেকে ‘জাজবা’ অভিনেত্রী ঐশ্বরিয়াকে এক খোলা চিঠি লেখা হয়। সেখানে তাকে বলা হয়, বিজ্ঞাপনটি শুধু যে বর্ণবৈষম্যকে ইন্ধন দিচ্ছে তা-ই নয়, ওই বিজ্ঞাপনের মাধ্যমে একপ্রকার শিশু-শ্রমকেও দেখানো হয়েছে।

চিঠিতে ঐশ্বরিয়াকে আরও বলা হয়, যেহেতু তিনি দেশের চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব, তাই এ ধরনের ছবি কী অর্থ বহন করে তা নিয়ে সজাগ থাকা উচিত। এমন অভিযোগের জবাবে ৪১ বছর বয়সী এ অভিনেত্রী জানান, তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে বিজ্ঞাপন তৈরি করেছে। নিজের বক্তব্যের স্বপক্ষে ঐশ্বরিয়া মূল ছবিটি ওই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পাঠিয়ে দেন।



মন্তব্য চালু নেই