বর্ডার গার্ডে যোগ হচ্ছে নারী সদস্য
বর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি) এবার নারী সদস্যদের যোগ করা হচ্ছে। এটি বর্তমানে প্রক্রিয়াধীন। এরইমধ্যে ৫০ জন নারী সদস্য নেওয়া হয়েছে। তারা এখন প্রশিক্ষণে রয়েছে। আরো ৫০ জন নারী সদস্য নেওয়ার জন্য অনুমোদন পাওয়া গেছে।
রোববার দুপুরে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচলক মেজর জেনারেল আজিজ আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মন্ত্রণালয় প্রথমে ৫০ জন নারী সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছিল। কিন্তু ব্যাপক সাড়া পাওয়ায় বিজিবির পক্ষ থেকে অনুরোধ করে সেটাকে বাড়িয়ে ১০০ জন করানো হয়েছে। এর মাধ্যমে বিজিবিতে এই প্রথম নারী সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। এর মধ্য দিয়ে দেশ সেবা ও সীমান্ত নিরাপত্তার অংশীদার হবে নারীরাও।’
মন্তব্য চালু নেই