বরিশাল আদালতে আগুন পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র
বরিশালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টিনশেড ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে। অগ্নিকান্ডে ওই ভবনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, বাবুগঞ্জ, বানারীপাড়া সহকারী জজ আদালতের সেরেস্তা ও জেলা সহকারী কৌশলী কার্যালয়সহ চারটি কক্ষে থাকা ভিপি সম্পত্তির দলিল, মামলার নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জজ কোর্ট প্রাঙ্গণে থাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের আদালতের টিনশেড ভবনে আকস্মিক ভাবে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় জুয়েল রানা জানান, রাত পৌনে ১০টার দিকে নৈশ প্রহরী ওই ভবনের দরজা-জালানা দিয়ে ধোয়া বের হতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এর কিছুক্ষণের মধ্যে পুরো ভবনে আগুন ধরে যায়।
জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম জানান, শান্তির শহর বরিশালে আদালতের মতো বিশেষ স্থানে অগ্নিকাণ্ডের বিষয়টি দুঃখজনক। েেমট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আবদুর রউফ জানান, এটি দুর্ঘটনা নাকি, নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, আগুনে আসবাবপত্রসহ আদালতের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও রেজিস্ট্রারসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।
আগুনে আদালতের গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র নষ্ট হয়েছে বলে জানিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান তুলনাকারী কামরুল হাসান। ঘটনাস্থল পরিদর্শন শেষে আদালতে পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন কাবুল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ড হলে এক রকম। কিন্তু যদি নাশকতা হয় তবে সেটা হবে দুঃখজনক।
এ ঘটনায় অবশ্যই তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে, আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন আদালতের বিচারক, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য চালু নেই