বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বানানীর ১৭ নম্বর সড়কের ‘বসতি হরাইজন’ নামে একটি বহুতল ভবনে আগুন লাগার পর নেভানোর কাজ শুরু করেছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম‌্যান রবিউল ইসলাম জানান, সোমবার (০৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ১৭ নম্বর রোডে আমেরিকান ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পাশে বসতি হরাইজন টাওয়ার নামের ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।



মন্তব্য চালু নেই