বদির ছয় মাসের জামিন
কক্সবাজার-৪ আসনের আলোচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে জবাব দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
বদির জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আবদুল মতিন খসরু। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভুত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক ২১ আগস্ট বদির বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করে। এ মামলায় আবদুর রহমান বদি ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পান।
তবে ১২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত ২২ অক্টোবর বদির জামিন শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। একইসঙ্গে ওইদিন দুদকের আইনজীবীকে বদির জ্ঞাত আয়বহির্ভুত সম্পদের হিসাব আদালতে দাখিল করতেও বলা হয়।
মন্তব্য চালু নেই