বদলে যাচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার

চমক নিয়ে আসছে ফেসবুক ম্যাসেঞ্জার। এবার ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ হয়ে যাবে অল ইন ওয়ান। এতে এসএমএস এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সেবা যোগ হচ্ছে। যা ‌‘অল ইন ওয়ান-টুল’ হিসেবেই প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের।

জানা গেছে, মেসেঞ্জারে এসএমএসগুলো ‘পার্পল’ রং দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ফেইসবুকের আলাপচারিতা থেকে এসএমএসগুলোকে আলাদা রাখতে ব্যবহার করা হচ্ছে ‘পার্পল’ রঙের আইকন।

তবে এটিএখনও এখনও পরীক্ষামূলক আছে, আই পরবর্তীতে একই থ্রেডে একই ব্যক্তির পাঠানো ফেইসবুক মেসেজ আর এসএমএস দেখার ফিচার যোগ হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে সিংহভাগ ব্যবহারকারীর একাধিক ফেইসবুক অ্যাকাউন্ট নেই বলে ‘অ্যাকাউন্ট-সুইচিং’ ফিচারটি সবার কাজে নাও লাগতে পারে। তবে যেসব ক্ষেত্রে একাধিক ব্যক্তি একই ডিভাইস ব্যবহার করে ফেইসবুক অ্যাক্সেস করেন, তাদের জন্য এই ফিচারটি কাজে আসবে।



মন্তব্য চালু নেই