বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত, গুলিবিদ্ধসহ আহত১৮

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদেরগুলিতে মোজাফ্র আহামদ (৩৫) নামে এক জেলে নিহত হয়েছে। তিনি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সোনাদিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ২০ জন জেলে আহত হয়েছে।

কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ জানান, বিগত কয়েক দিন সাগরে ডাকাতির মাত্রা বেড়ে গেছে। এর ধারাবাহিকতায় এফবি ছেনোয়ারা নামক ফিশিং বোটটি সোনাদিয়া পয়েন্টে মাছ ধরা অবস্থায় সশস্ত্র ডাকাতির শিকার হয়। এসময় ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে ওই বোটে থাকা অধিকাংশ জেলে গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মোজাফ্ফর আহামদের মৃত্যু হয়।
তিনি জানান, নিহত ও আহতরা এখনো বোটসহ সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তাদের উদ্ধারের জন্য অন্যবোট নিয়ে লোকজন ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে। তারা সেখানে পৌঁছলে আরো বিস্তারিত জানা যাবে।



মন্তব্য চালু নেই