বঙ্গবন্ধু হত্যা মামলার বাদীর মৃত্যুতে কলারোয়া জাতীয় শ্রমিকলীগের শোক
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আ ফ ম মুহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম বলেছেন,“বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারে মুহিতুল ইসলামের সাহসী পদক্ষেপের জন্য বাঙালি জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করবে। তার সেই সাহসী পদক্ষেপের কারণে দীর্ঘদিন পরে হলেও বঙ্গবন্ধু’র আতœস্বীকৃতি খুনিদের দৃষ্টান্ত মুলক বিচার হয়েছে। আর এই বিচারের মধ্যে দিয়ে জাতির কাঁধে চেপে থাকা কলঙ্ক দুর হয়েছে।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মুহিতুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি মজনুর রহমান, আঃ ওদুদ, শওকত আলী, সহ-সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মোক্তার হোসেন, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তাক আহম্মেদ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম গামা, সড়ক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক খন্দকার ফারুক হোসেন, নির্বাহী সদস্য আজগর আলী, আবদার আলী, অফিস সহকারী আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক যুবলীগনেতা শফিউল আযম শফি, আ’লীগ সদস্য আবু বকর সিদ্দিক লাভলু, বীর মুক্তিযোদ্ধা সন্তান মফিজুল ইসলাম লাভলু, উপজেলা হ্যান্ডেলিং সমিতির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, হ্যান্ডেলিং সমিতির নেতা চঞ্চল, আলমগীর, জাতীয় শ্রমিকলীগের সদস্য মুরাদ হোসেন জনি, মোহর, মামুন, জাকির হোসেন, মীর মফজুল হাসান বাবু, মফিজুল ইসলাম, সিরাজ, কবিরুল, ইসলাম কালু, মিন্টু প্রমুখ।
মন্তব্য চালু নেই