‘বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্য বাস্তবায়নে কাজ করছে সরকার’
সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের বক্তব্যগুলো বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিবি ফাউন্ডেশনের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘দর্শন-উপলব্ধিতে ঐতিহাসিক সত্য অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ওই ভাষণ ছিল ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। তিনি সেদিন ভাষণে যা বলেছিলেন তার তাৎপর্য অনেক। আর সেই তাৎপর্য ধরে রাখতে, তার বক্তব্যগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে সরকার।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিহাসের খলনায়ককে নায়কের পাশে বসালেই তিনি নায়ক হয়ে যান না। বরং তার স্থান হয় ইতিহাসের আস্তাকুঁড়ে।’
বিবি ফাইন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়রে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. রশিদুল আলম প্রমুখ।
মন্তব্য চালু নেই