বঙ্গবন্ধুর হাতেই চলচ্চিত্রের উন্নয়ন হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্র ও শিল্পের উন্নয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ১৯৫৭ সালের ৩ এপ্রিল তখনকার প্রাদেশিক আইন পরিষদে ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল’ উত্থাপন করে এদেশের চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক রচনা করেন বঙ্গবন্ধু। তখন চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল পাস হয়। সে সময় তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও পল্লী সহায়তা মন্ত্রী ছিলেন।

বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক পদক্ষেপের ফলেই আজকের ‘চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ এফডিসি’র সৃষ্টি হয় বলে জানান প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই