‘বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে কাজ করছে সরকার’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।’
মঙ্গলবার বিকেলে মাগুরার মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। ক্ষমতায় এসেই কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার।’
মঙ্গলবার দুপুর দেড়টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার প্রধানমন্ত্রীকে নিয়ে জনসভাস্থলের অদূরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে।
সেখান থেকে তিনি সার্কিট হাউসে যান। সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জেলা প্রশাসনসহ সরকারে কয়েকজন মন্ত্রী, আমলা ও রাজনীতিকরা।
জোহরের নামাজ ও দুপুরের খাবার শেষে প্রধানমন্ত্রী বেলা ৩টায় জনসভাস্থলে যান।
মন্তব্য চালু নেই