বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এসময় আওয়ামীলীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর (পুরাতন) এ রোববার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত এই প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তোফায়েল আহমেদ উপস্থিত সাংবাদিকদের সামনে মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।

তিনি জাতির জনকের প্রতি শ্রদ্ধার কথা জানান। এবং বলেন, একাত্তরের পরাজিত শক্তি আজও সক্রিয় রয়েছে। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।



মন্তব্য চালু নেই