বঙ্গবন্ধুর পক্ষে জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন : বি.চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদুরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যে ঘোষণা আমি নিজ কানে শুনেছি।’

শুক্রবার বিকালে সাগর-রুনি মিলনায়তনে বিকল্প ধারা বাংলাদেশ আয়োজিত প্রয়াত জাতীয় নেতাদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বি.চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেটা আমি নিজ কানে শুনেছি। আমার কানকে তো আর অবিশ্বাস করতে পারি না।’

তিনি বলেন, ‘মওলা ভাসানী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জিয়াউর রহমান তাদের কাউকে ছোট করার সুযোগ নেই। তাদের বাদ দিয়ে ইতিহাস সম্ভব নয়। গণতন্ত্রের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি হোক তাদের বাদ দেয়া ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা।’

এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন অবৈধ। অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে। ১৫৪টি আসনে ভোটারা ভোট দিতে পারেনি।’

মিরপুরের হত্যাকাণ্ডকে পৈচাশিক উল্লেখ করে তিনি এর নিন্দা জানিয়ে এ ঘটনার সঠিক তদন্ত ও বিচারের আহ্বান জানান।

দলের মহাসচিব মেজর মান্নান বলেন, ‘১৯৩৭ সাল থেকে আজ গণতন্ত্রের ইতিহাসে বর্তমানেই সবচেয়ে ভয়ঙ্কর সময়। পূর্বে কখনও এত ভয়াবহ অবস্থা ছিল না।’

বিকল্প ধারার মহাসচিব মেজর মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা।



মন্তব্য চালু নেই