বঙ্গবন্ধুর নামে হচ্ছে ডিজিটাল বিশ্ববিদ্যালয়
গাজীপুরের হাইটেক পার্কে ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণের সম্ভাবনা রয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন ২০১৪’ এর খসড়ার নীতিগত অনুমোদ দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে গাজীপুর জেলায় ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এর প্রধান ফোকাস আইসিটি শিক্ষা। এখানে যারা শিক্ষক হিসাবে নিয়োগ পাবেন তাদেরকে আকর্ষণীয় বেতন দেয়া হবে, যাতে যোগ্য লোকদের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে আনা সম্ভব হয়।’
অনলাইনের মাধ্যমেও এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের ব্যবস্থা থাকবে বলে জানান সচিব।
পরের সংবাদ প্রেমের টানে কাঁটাতার পাড়িঃ পম্পার প্রেমে বাধা হয়ে দাঁড়াল সীমানা। একটি করুন প্রেমকাহিনী
মন্তব্য চালু নেই