বঙ্গপসাগরে গণডাকাতি, শতাধিক জেলে অপহরণ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গপসাগরে জলডাকাত রাজু বাহিনী গণডাকাতি ও শতাধিক জেলে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে মৎস্যবন্দর মহিপুরে আলীপুরে জলডাকাতদের হামলা থেকে বেঁচে যাওয়া একাধিক ট্রলারের মাঝিরা এ অভিযোগ করেন।

সাগড় থেকে ফিরে আশা জেলেরা জানান, সোমবার সকাল ৯টা থেকে গভীররাত পর্যন্ত বঙ্গোপসাগরে জলডাকাতরা তাণ্ডব চালায়। এ সময় তারা বিভিন্ন ট্রলার থেকে শতাধিক মাঝি, মাল্লা ও জেলেদের নিয়ে যায় বলেও অভিযোগ করেন তারা।

তারা জানিয়েছেন, এফ-বি হক ট্রলারের মাঝি আলামিন গাজী, এফ-বি বাবা মায়ের দোয়া ট্রলারের নাসির মাঝি, এফ-বি বাবা মায়ের দোয়া-২ মাঝি নাসির, এফ-বি অবিনাস মাঝি শহিদ, এফ-বি লিটন মাঝি নান্নুসহ প্রায় শতাধিক জেলে অপহরণ করেছে জলডাকাত রাজু বাহিনী।

অপহরণের পর একটি সাদা কাগজে রাজু বাহিনীর মোবাইল নম্বর ০১৭৫৫৫২৯৯৫৪ দিয়ে যায় এবং রাজু বাহিনীর কার্ড না করে সাগরে যাবার জন্যও নিষেধ করা হয়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম আজিমুল হক বলেন,‘জেলে অপহরণের বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে’।



মন্তব্য চালু নেই