বগুড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪জন আহত
বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ভয়ে গ্রামের লোকজন গ্রাম ছাড়া হয়েছেন।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার গোহাইল ইউনিয়নের শালনা বাজারে উত্তম নামের এক মুদি দোকানে পাশ্ববর্তী মাসিন্দা গ্রামের এক ব্যক্তি মশলা কিনতে আসে। কিন্তু মসলা নেই বলে দোনানী জানালে ওই লোক ক্ষিপ্ত হয়ে চলে যায়। এ নিয়ে পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল বুধবার সকালে স্থানীয় ইউপি সদস্য বসে মিমাসা করে দেন। কিন্তু মেম্বরের মিমাংসা কেউ কেউ মেনে নিলেও অনেকেই মানেননি। পরে এনিয়ে বেলা সাড়ে ১১টার দিকে শালনা ও মাসিন্দা গ্রামের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। এদিকে গ্রেফতারের ভয়ে উভয় গ্রামের মানুষ গাঢাকা দিয়েছে।
মন্তব্য চালু নেই