বগুড়ায় আ.লীগ কার্যালয়ে আগুন, ককটেল উদ্ধার

সদর উপজেলার গোকুল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ে সাঁটানো থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ সব আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার চাঁদমুহা বাজারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।

গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী রেজা তোতন জানান, রাতে একদল দুর্বৃত্ত গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকে। এ সময় তারা অফিসের নৈশ প্রহরী ধলু মিয়ার হাত-পা বেঁধে অফিসের বাইরে ফেলে রাখে। এরপর তারা অফিসের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এছাড়া তারা চলে যাওয়ার সময় অফিসে রাখা একটি রঙিন টেলিভিশন নিয়ে যায়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও আসবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই