বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি
বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় সারিয়াকান্দিতে ১২টি ইউনিয়নের ১’শ ২০টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। ৪৭ হাজার পরিবারের ১লক্ষ ৮৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও ৫হাজার ঘরবাড়ী সম্পূর্ণ ও ২হাজার ঘরবাড়ী আংশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ৯হাজার ৩শ হেক্টর কৃষি জমির ফসল ও ৫৫ হাজার ৮শ কৃষক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ৩কিঃমিঃ বাঁধ, ৩০কিঃমিঃ কাঁচা রাস্তা ও ১০ কিঃমিঃ পাকা রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যা দূর্গত এলাকায় ৩শ ৫০টি টিউবওয়েল সম্পূর্ণ নিমজ্জিত হওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও ৬হাজার গবাদীপশু ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা দূর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ হিসেবে ৯৫মেঃটন খাদ্য শস্য ও ১লক্ষ ৭৫ হাজার টাকা নগদ অর্থ সরকারীভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫মেঃটন খাদ্যশস্য ও ১লক্ষ টাকা বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (সাময়িক দ্বায়িত্ব) প্রত্যয় হাসান বলেন, ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য চালু নেই