বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তর বাড্ডায় বুধবার সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পাঁচ শতাধিক গার্মেন্ট কর্মী।

জানা গেছে, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তোবা গ্রুপের গার্মেন্ট কারখানার পাঁচ শতাধিক কর্মী সকাল ১০টার দিকে রামপুরা-কুড়িল সড়ক (প্রগতি সরণি) অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় তীব্র যানজট।

শ্রমিকদের ওপর পুলিশের হামলা

খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মালিকপক্ষের সঙ্গে কথা বলে তারা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। এতে কাজ না হওয়ায় দুপুর ১২টার দিকে লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

পুলিশি হামলায় রক্তাক্ত এক নারী শ্রমিক

উল্লেখ্য, রোববারও তোবা গ্রুপের গার্মেন্ট কর্মীরা সড়ক অবরোধ করেছিলেন। এ তোবা গ্রুপ আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটা তাজরীন ফ্যাশনের মালিকের প্রতিষ্ঠান বলে স্থানীয়রা জানান।

পুলিশি হামলায় আহত এক নারী শ্রমিক

বাড্ডা থানা পুলিশ জানায়, বিক্ষুব্ধ গার্মেন্ট কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।



মন্তব্য চালু নেই