বকশীবাজার বিশেষ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের সামনের সড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ সময় আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ স্ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছিল।

বুধবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১১টা ২০ মিনিটে মামলা দুটির শুনানি শুরু হয়।

তবে খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে যাবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মামলার শুনানি সামনে রেখে আদালতের চারপাশে মোতায়েন করা হয়েছে র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। আশপাশের এলাকায় রয়েছে নিরাপত্তা টহল। এর মধ্যে দুপুরে আদালতের সামনের সড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ওই প্রত্যক্ষদর্শী।



মন্তব্য চালু নেই