বকশীবাজারে আদালত ঘিরে কড়া নিরাপত্তা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে অস্থায়ী আদালতের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে আদালত ভবনের আশপাশ ও সামনের মাঠে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আশপাশের সড়কে রয়েছে পুলিশ ও র্যা বের উপস্থিতি।

সকাল ১০টার দিকে বকশীবাজার মোড় থেকে আদালত যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। চানখারপুল থেকে বকশিবাজার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, যে কোনো ধরনের অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।



মন্তব্য চালু নেই