বইয়ের প্রচ্ছদে খোলামেলা কিম
ক্যামেরার সামনে বরাবরই খোলামেলা হাজির হতে পছন্দ করেন কিম কার্দেশিয়ান। সেই ধারাবাহিকতায় এবার ‘সেলফিশ’ নামের একটি বইয়ের প্রচ্ছদে খোলামেলা অবস্থায় কিমকে তুলে ধরা হয়েছে।
সম্প্রতি ছবি প্রকাশের সাইট ইন্স্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কিম। সেখানে তিনি লিখেন, ‘আমি খুবই গর্ব বোধ করছি আমার ছবিকে একটি বইয়ের প্রচ্ছদ হিসেবে ব্যবহার করার জন্যে।’ শিগগিরই সেলফিশ নামের বইটি বাজারে ছাড়া হবে।
মন্তব্য চালু নেই