‘বইমেলায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা’
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবার বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শনিবার বেলা ১১টায় রাজারবাগ পুলিশ লাইনসে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আরো বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কয়েকটি টিম মেলা প্রাঙ্গনে ও বাইরে অবস্থান করবে। গত বছরগুলোতে বইমেলায় কিছু ত্রুটি খাকার কারণে বিভিন্ন ধরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে আলোক স্বল্পতার কারণে গতবছর অভিজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। তাই এবার সেই ধরণের কোনো সমস্যা রাখা হয়নি। সিটি করপোরেশন এগিয়ে এসেছে সহযোগিতা করার জন্য। বইমেলা এলাকা জুড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আর নিরাপত্তা দেবে ডিএমপি।’
কমিশনার আরো বলেন, ‘বইমেলাকে কেন্দ্র করে আশপাশ এলাকায় যাতে কোনো ধরণের যানজটের সৃষ্টি না হয় সে জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ ব্যবস্থা নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার রাস্তা দিয়ে যেসব গাড়ি চলাচল করতো সেই সব গাড়িগুলোকে রুপসী বাংলার পাশ দিয়ে ও শাহবাগ থেকে শিশুপার্ক হয়ে চলাচল করতে বলা হয়েছে।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এই ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির জন্য ডিএমপি কমিশনারসহ সকলকে ধন্যবাদ জানান।
মন্তব্য চালু নেই