ফ্লোরিডায় দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যবসায়ী। তার নাম শহীদুল আলম। বয়স ৫৪।
স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) এ ঘটনা ঘটে বলে তাঁর ভাগ্নে বনানী থানার ভারপ্রাপ্ত ওসি ভূইয়া মাহবুব হাসান জানিয়েছেন। নিহত শহীদুল আলম অরল্যান্ডোয় একটি মুদি দোকান চালাতেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের ব্যাংকপাড়ায়। তাঁর দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ওসি ভূইয়া মাহবুব হাসান বলেন, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দোকান থেকে ফিরে বাসায় ঢোকার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর কিছুদিন সৌদি আরবে ছিলেন। তরুণ বয়সে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।
তিনি আরো বলেন, ‘প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন মামা। আমার নানা আব্দুল কাইউম একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।’
ছয় ভাইবোনের মধ্যে শহীদুল ছিলেন চতুর্থ। তার তিন ভাই বর্তমানে বাংলাদেশের সেনা এবং নৌবাহিনীতে কর্মরত রয়েছেন।
মন্তব্য চালু নেই