‘ফ্যান’ দেখে ঘাবড়ে গেল শাহরুখ-পুত্র আব্রাম!
এসআরকে’র ফ্যানেরা ইতিমধ্যেই তাঁর নতুন ছবি ‘ফ্যান’ দেখে মুগ্ধ৷ কিন্তু তাঁর পরিবারের কেমন প্রতিক্রিয়া তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘ফ্যান’ দেখে? শাহরুখের পরিবারের প্রায় প্রত্যেকেরই মনে ধরেছে ফ্যান৷ কিন্তু পুরো ছবি দেখে খানিক বিচলিত হয়েছে তাঁর ছোট্ট ছেলে আব্রাম৷ ছবিতে বাবাকে দ্বৈত চরিত্রে দেখে রীতিমতো চমকে গেছে সে৷
সিনেমা চলাকালীনও না কি বেশ কয়েকবার তাকে বলতে শোনা গেছে ‘টু পাপাস’ কিংবা ‘সো মেনি পাপাস’৷ দুটি বাবাকে দেখে না কি খানিক হতবাকও ছিল শাহরুখের ছোট্ট ছেলেটি৷ শুধু তাই নয়, শাহরুখ নিজেই স্বীকার করে নিয়েছেন, ছবির শেষ দৃশ্য দেখে খানিক ঘাবড়ে গিয়েছিল আব্রাম৷ কিন্তু তারপর বাবার কাছে আদর পেয়ে সেসব ভুলে গেছে আব্রাম৷ সূত্র: সংবাদ প্রতিদিন
মন্তব্য চালু নেই