ফোরকান মল্লিকের রায় যেকোনো দিন
মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
ফোরকান মল্লিকের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে। আজ আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবী আব্দুস সালাম খান। এর আগে গত ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত তিন কার্যদিবসে ফোরকানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
গত বছরের ৩০ জুন ফোরকান মল্লিককে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো ও তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালে হাজির করানোর আবেদন জানান প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। শুনানি শেষে ফোরকান মল্লিককে ৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য কারা মহাপরিদর্শককে আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
৩ জুলাই ফোরকান মল্লিককে হাজির করা হলে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।
মন্তব্য চালু নেই