ফোন পাগল লোকদের জন্য যা করল দক্ষিণ কোরিয়া

অনেককেই দেখা যায়, শহরের পথে চলতে চলতে অথবা রাস্তা পার হবার সময়ও তারা নিজেদের স্মার্টফোন নিয়ে বুঁদ হয়ে আছেন – কেউ মেসেজ লিখছেন, স্ত্রিনে কিছু পড়ছেন বা দেখছেন।

শহরের গাড়ি ভর্তি ব্যস্ত রাস্তায় এটা করা যে কতটা বিপজ্জনক – তা অনেকে বুঝেও বুঝতে চান না। অনেকে এদের নাম দিয়েছেন স্মার্টফোন জোম্বি – যারা স্মার্টফোন নিয়ে রাস্তায় চলার সময় চারদিকে কি হচ্ছে তা ভুলে যায়। জোম্বি কথাটার মানে হচ্ছে একধরণের কাল্পনিক অশরীরী আত্মা – যারা মৃতদেহের মধ্যে বাস করে।

এদের বিপদ থেকে সাবধান করে দেবার জন্যই দক্ষিণ কোরিয়ার রাজধানী সোওল শহরে তিনশ’ নতুন স্ট্রিট সাইনবোর্ড বসানো হচ্ছে।

কারণ, গত ২০১৪ সালে সোওলে স্মার্টফোন সংক্রান্ত সড়ক দুর্ঘটনা ঘটেছে ১ হাজারেরও বেশি। ২০০৯ সালে এমন দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৩৭টি।

শহরের পাঁচটি জায়গায় এই সাইন বসানো হয়েছে। কোন কোন জায়গায় এই সাইন বসানো হয়েছে ফুটপাতের ওপর – যাতে ফোনের দিকে তাকিয়ে থাকা লোকেদের চোখে পড়ে।

শহরের কর্তৃপক্ষ বলছে, তারা আশা করেন যে এতে স্মার্টফোন-পাগল লোকরা সচেতন হবে।

তবে অনেকে বলছেন, এতে আদৌ কাজ হবে কিনা তা নিয়ে তাদের সন্দেহ আছে।-বিবিসি



মন্তব্য চালু নেই