ফেসবুক বাজারে আনছে ৩৬০ ডিগ্রি থ্রিডি ভিডিও ক্যামেরা!

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাজারে আনছে ৩৬০ ডিগ্রি থ্রিডি ভিডিও করার নতুন ক্যামেরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এফ৮ ডেভেলপারস কনফারেন্সে ক্যামেরাটি দেখানো হয়। এটি একটি স্টেরিওস্কোপিক থ্রিডি ভিডিও ক্যামেরা। ডিভাইসটিকে ফেসবুক নাম দিয়েছে ‘Facebook Surround 360’। এই ক্যামেরাটিতে ল্যান্ডস্কেক ভিডিও করা যাবে। ক্যামেরাটির দাম করা হয়েছে ৩০ হাজার ডলার। এটি কালো রঙের গোলাকার ক্যামেরা। ডিস্ক আকৃতির স্পেসশিপের মত দেখতে। এই ক্যামেরাটিতে ১৭টি লেন্স রয়েছে।



মন্তব্য চালু নেই