ফেসবুকে সরাসরি সম্প্রচারের সময় গুলিতে তরুণের মৃত্যু

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন শিকাগোর এক তরুন। ২৮ বছর বয়সী অ্যান্টনিও পারকিন্স মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে শুক্রবার জানায় পুলিশ। ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওটি প্রায় ৭ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই তরুন গুলিবিদ্ধ হওয়ার আগে পারকিন্স নিজের দিকে মোবাইলের ক্যামেরা ধরে রেখেছিলেন। আশেপাশে লোকজনের কথাবার্তার আওয়াজ আসছিল। হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায় এবং ফোনটি রক্তাক্ত ঘাসের উপর কয়েকবার গড়াগড়ি খায়। এসময় কয়েকজনের চিৎকার শোনা যায় এবং কয়েক সেকে- পর ফোনটি বন্ধ হয়ে যায়। শিকাগোতে এ ধরণে ঘটনা নতুন নয়। প্রায় তিন মাস আগে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচার করার সময় ১৬ বার গুলিবিদ্ধ হন। পারকিন্স হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সতর্কবার্তা সহ ভিডিওটি এখনো ফেসবুকে রয়েছে।

ওই ভিডিওটি কোম্পানির নীতি বিরুদ্ধ নয় বলে দাবী করেছেন, ফেসবুকের একজন মুখপাত্র।



মন্তব্য চালু নেই