ফেসবুকে পুরোনো প্রেম খুঁজতে মানা
প্রেম ভেঙে গেছে। একে অপরকে ‘ব্লক’ও করে রেখেছিলেন। কিন্তু বছর ঘুরতেই মন উচাটন। কেমন আছে আমার ‘সে’? জানতে ‘ব্লক’ তুলে নিয়ে ফের ‘তাঁর’ প্রোফাইলে উঁকিঝুঁকি। তারপর একদিন টুক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া। চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনার প্রাক্তন প্রেমিকা বা প্রেমিক অন্য কারও সঙ্গে আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েছে তা সত্ত্বেও আপনি নিজেকে সামলে না রাখতে পেরে একবার রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন।
ফেসবুক স্ট্যাটাস দেখে কী করে চিনবেন কারও পারসোনালিটি
তারপর আপনার ‘স্পেশাল’ মানুষটি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল ও কথা বলতেও শুরু করল। আপাদমস্তক এমনটাই যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে এখনই নিজের আবেগে রাশ টানুন। কারণ, ওহিও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্ট জেসি ফক্স বলছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও যারা প্রাক্তন প্রেমিক-প্রেমিকার উপর নজরদারি চালায়, তারা জীবনে বেশি দুঃখ পায়। এক সমীক্ষার ফলাফল দেখিয়ে তিনি প্রমাণ করে দেন, আপনি আপনার সাবেকের উপর নজর রাখার কাজে ফেসবুককে ব্যবহার করলেও এতে আখেরে মন খারাপ হয় আপনারই। এতে শুধু আপনার ক্ষতি হয় এমনটা নয়, ক্ষতির প্রভাব পড়ে আপনার আগামী সম্পর্কের উপরেও।
সূত্র: কলকাতা২৪
মন্তব্য চালু নেই