ফেসবুকে ঝড় তুলল ব্যাঙ্গাত্মক পিকে! (ভিডিও)

আজও অব্যাহত ‘পিকে’ তা সে বক্সঅফিসে হোক আর ফেসবুকে। বলিউডে ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করেছে রাজকুমার হিরানির ‘পিকে।বহুল বিতর্কের ঘেরাটোপে দাঁড়িয়ে, বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে দিয়ে ৬০০ কোটির ক্লাবে ধু মেরেছে এই সিনেমা।তাইতো মুক্তির একমাস পরেও জল্পনার শিরোনামে আমিরের ‘পিকে’।কিন্তু এবার ‘পিকে নিয়ে তৈরি একটি অ্যানিমেশন ভিডিও বেশ রমরম করে চলছে ইন্টারনেটের দুনিয়ায়।

‘পিকেনিয়ে তৈরি অ্যানিমেশন ভিডিও ‘সিকে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ভিডিওটি।এই ভিডিওটিতেও যতকান্ড সব সেই মহাকাশ যানের রিমোটকে ঘিরে।তবে পৃথিবীতে সিকে নিজের ইচ্ছায় আসেনি।তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।আর আমন্ত্রণকারীরই চুরি করে তাঁর রিমোটটি।তারপর শুরু সিকের রিমোট সন্ধান।তবে সিকের গলায় এখানে কোন ভোজপুরী ভাষা নয়,শোনা গেছে বলিউডের কিং শাহরুখের আওয়াজ।কারণ সিকে এখানে শাহরুখের হাত ধরে তো ভাষা শিখেছে।আর সিকের রংনম্বর স্টারফোবিয়া।ভিডিওটিতে সবথেকে মজার বিরাট-অনুষ্কার প্রেমকাহিনী।



মন্তব্য চালু নেই