ঢাকায়, আটক ১

ফেসবুকে আপত্তিকর ছবি দিয়ে অপপ্রচার

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে বিভিন্ন আপত্তিকর ছবি আপলোড করে মানুষের নামে অপপ্রচার চালানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। জব্দ করা হয়েছে ওই যুবকের সঙ্গে থাকা একটি ল্যাপটপও। র‌্যারের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদের বরাত দিয়ে একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। তার নাম আব্দুল মালেক ওরফে সেলিম (৩০)। তবে সেলিমের সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- ফেসবুকে আপত্তিকর নানা ছবি আপলোড করে বিভিন্ন মানুষের নামে তিনি অপপ্রচার চালাতেন।
র‌্যাব বলছে, দেশের প্রখ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সংগঠন নিরাপদ সড়ক চাইয়ের ফেসবুক ফ্যান পেজেও বেশকিছু আপত্তিকর ছবি আপলোড করেছিলেন সেলিম। যা নিয়ে ইলিয়াস কাঞ্চন তাদের কাছে অভিযোগও করেছিলেন।


মন্তব্য চালু নেই