ফলো আপঃ ক্রিকেটার নাসির ও তার বোনের সেলফি

ফেসবুকের সেই ছবিতে নোংরা মন্তব্যকারীরা চিহ্নিত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের ফেসবুক পেজে তার বোনের সাথে তোলা ছবি পোস্ট করার পর সেখানে নোংরা মন্তব্যকারীদের শনাক্ত করা হয়েছে। এসব অসুস্থ মানসিকতার ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে গোটা অনলাইন জুড়ে।

২৫ জুন (বৃহস্পতিবার), নাসির হোসেন তার ছোটবোনের সাথে তোলা একটি সেলফি তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন। মূলত ছোট বোনের আবদার রক্ষা করতেই এ ছবি তোলা এবং ফেসবুকে পোস্ট করা। কিন্তু সেই ছবিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করে কতিপয় বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারী। এতে ব্যথিত হয়ে উক্ত ছবিটি ডিলিট করেন নাসির হোসেন এবং এর প্রতিবাদ জানিয়ে একটি অভিমানি পোস্ট দেন তার পেইজে।

তিনি লিখেন, “আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশি তো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না।”

এই ঘটনার পর নাসিরের সাথে করা এমন নোংরামির বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা ফেসবুক। নিন্দার ঝড় বয়ে যায় এসব মন্তব্যকারীদের বিরুদ্ধে এবং একইসাথে এমন ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দেন। সেই সাথে দাবি উঠে উক্ত ঘটনায় দোষীদের শাস্তির দেয়ার জন্য। এধরনের নোংরামি সাইবার ক্রাইমের আওতায় পড়ে বলে মন্তব্য করেন অনেকেই।

nasir-1

ক্রিকেটার নাসির হোসেন তার ছোটবোনের সাথে তোলা সেই সেলফি

জাতীয় দলের একজন ক্রিকেটারের সাথে হওয়া এমন আচরণ হতবাক করেছে সবাইকে। এর প্রতিক্রিয়ায় রবিবার (২৮ জুন) জাতীয় দলের অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজটিতে বাংলাদেশকে ‘কান্ট্রি রেস্ট্রিক্ট’ করে দেন, যার ফলে বাংলাদেশের কোন ফেসবুক ব্যবহারকারীই মাশরাফির পেজটি আর দেখতে পাচ্ছেন না।

এরপরই ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে নাসিরের ছবিতে নোংরা মন্তব্যকারীদের বিরুদ্ধে। নাসিরের ডিলিট করা ছবির স্ক্রিনশট দেখে উক্ত নোংরা মন্তব্যকারীদের ফেসবুকে সার্চ করে তাদের ফেসবুক আইডি বের করা হয়। সেই সাথে বের হয়ে আসে তাদের নাম, পরিচয় এবং ছবি। পুরো ফেসবুক জুড়ে এখন এসব মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করে শাস্তির দাবি করা হচ্ছে।

এখন পর্যন্ত যেসব মন্তব্যকারীদের শনাক্ত করা গেছে তাদের নাম, পরিচয় এবং ছবি নিচে দেয়া হল:

11659361_10206097085279908_7374245478031580619_n

নাম: নূরে আলম সিদ্দীকী
ঠিকানা/পরিচয়: রংপুর কারমাইকেল কলেজে এমবিএ শিক্ষার্থী
ফেসবুক আইডি: www.facebook.com/nuralam.seddiki


 

11666321_10206097085359910_2807681479850205582_n

নাম: মুহাম্মদ নুরুল করিম আকিব
ফেসবুক আইডি: www.facebook.com/profile.php?id=100004289627075


 

10390024_10206097084799896_5629665998548460687_n

নাম: হৃদয় আহমেদ শিপু
ঠিকানা/পরিচয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষার্থী, ঢাকা নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/ridoyahamed.shipu.5


 

11659363_10206097101680318_6002127448073229412_n

নাম: তাহসিন
ফেসবুক আইডি: www.facebook.com/superrnatural.tahsin


 

11540830_10206097084919899_167483775288073844_n

নাম: আমিন মুহাম্মদ
ঠিকানা/পরিচয়: তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ-এ ইংরেজি বিভাগের শিক্ষার্থী, নারায়ণগঞ্জ নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/amin.muhammad.94801


 

11403409_10206097085319909_2680232435048119623_n

নাম: তারেক হাসান রুমেল
পরিচয়/ঠিকানা: চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী, চট্টগ্রাম নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/profile.php?id=100008320448833


 

17718_10206097085639917_5558605126148557161_n

নাম: মামুনর রশিদ
পরিচয়/ঠিকানা: সিটি ল কলেজ, খুলনার শিক্ষার্থী, খুলনা নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/mamunar.rashid.98


 

11665493_10206097085999926_6838502228045374965_n

নাম: ফাহিম
পরিচয়/ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/silentboy.fahim.5


 

11036619_10206097085719919_6878754980892903454_n
পরিচয়/ঠিকানা: ইস্পাহানি ডিগ্রি কলেজ, রোহিতপুর, ঢাকা নিবাসী
ফেসবুক আইডি: www.facebook.com/ahamed.sumon.37


 

নাসির ও তার বোনের ছবিতে করা নোংরা মন্তব্যসমূহ:

11243922_10206097142401336_314793950257999392_n 11071388_10206097142721344_8028759693044655197_n 11140275_10206097142681343_3548035756890527130_n



মন্তব্য চালু নেই