ফেসবুকের নতুন উৎপাত ভিডিও অটোপ্লে, বন্ধ করবেন যেভাবে
সম্প্রতি ফেসবুকে যুক্ত হয়েছে নতুন অপশন। বন্ধুদের শেয়ার করা ভিডিও আপনি না চাইলেও আপনাকে দেখতে হচ্ছে। কেননা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্লে হওয়া শুরু হচ্ছে। এতে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে মোবাইলে বা অল্প ব্যান্ডউইথ ব্যবহার করে যারা ফেসবুক ব্যবহার করছেন। বার বার ভিডিও অটো প্লে হয়ে যাওয়ার কারণে আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে যাচ্ছে। এ ভোগান্তি থেকে সহজেই আপনি রক্ষা পেতে পারেন। এজন্য আপনাকে ফেসবুক সেটিং-এ একটু পরিবর্তন করে নিতে হবে।
সেটিংটি পরিবর্তন করার জন্য ফেসবুক সেটিংস
বামপাশে একদম নিচে ভিডিও অপশনে ক্লিক>
অটোপ্লে-ভিডিও অপশন থেকে ‘অফ’ সিলেক্ট করুন।
এখন থেকে ভিডিও আর অটো-প্লে হবে না।
Go to your options drop-down menu in the top right.
Click “Settings”
Select the “Videos” link on the left.
Turn the “Auto-Play Videos” from “ON” to “OFF”
মন্তব্য চালু নেই