ফেলানী হত্যা: পুনর্বিবেচনার আশ্বাস ভারতের

নতুন আদালত গঠন করে বহুল আলোচিত ফেলানী হত্যার রায় পুনর্বিচারের আশ্বাস দিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক (ডিজি) ডি কে পাঠক।

ভারতের নয়া দিল্লিতে সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকে এ বিষয়ে আশ্বাস দেন বিএসএফ প্রধান। সোমবার শুরু হওয়া এই সম্মেলনে ফেলানী হত্যা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, ফেলানী ইস্যুতে বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে অবহিত করেন।

বিএসএফ মহাপরিচালক এসময় জানান, নিম্ন আদালতে ইতোমধ্যে ঘোষিত রায় এখনও তিনি (বিএসএফ মহাপরিচালক) অনুমোদন করেননি। যদি ফেলানীর পরিবার নিম্ন আদালত ঘোষিত রায়ে সংক্ষুব্ধ হয় এবং বিএসএফকে সে বিষয়ে অবহিত করে তাহলে বিএসএফ নতুন বিচারকদের সমন্বয়ে নতুনভাবে আদালত গঠনপূর্বক বিচার কার্যক্রম পরিচালনা করবে।

এ ব্যাপারে ফেলানীর বাবা ও তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিজিবির পক্ষ থেকেও সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে বলে আশ্বাস দেন ডি কে পাঠক।



মন্তব্য চালু নেই