‘ফেলানি হত্যার রায় লোক দেখানো’
আলোচিত ফেলানি হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের মানবাধিকার সংগঠন ‘সেই মাসুম’ এর প্রধান কিরিটী রায় বলেন, যে বিএসএফের আদালতে আগেই স্থির করা ছিল যে কি রায় দেওয়া হবে – এটা লোক দেখানো বিচার।- বিবিসি বাংলা।
সীমান্তে হত্যা নিয়ে বি এস এফের সমালোচনা কারি এ মানবাধিকার সংগঠনটি জানিয়েছেন, তাঁরা পরবর্তী কোনও আইনি পদক্ষেপ নেওয়ার ব্যপারে এখনও কোন সিদ্ধান্ত নেন নি, তবে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন।
আরও প্রতিক্রিয়া জানিয়েছেন, কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসেকিউটর আব্রাহাম লিঙ্কন নামের সংগঠনটি জানায়, তাঁদের আশঙ্কা ছিল, যে বিচারকেরা প্রথম মামলাটা শুনেছেন, তারাই আবার পুনর্বিবেচনা করছেন – এক্ষেত্রে যদি তাঁরা অন্য কোনও রায় দিতেন, তাহলে তাঁদের প্রথমে দেওয়া রায় নিয়ে প্রশ্ন উঠে যেত – আগের রায়ে তাহলে ভুল ছিল, সেটা প্রমাণিত হত।
আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে আরও বলা হয়, বি এস এফের মতো একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর একজন সদস্যের অপকর্মের দায় গোটা বাহিনীটাই নিয়ে নিল আর সেই দায় রাষ্ট্র হিসাবে ভারতের ওপরেও বর্তালো।
মন্তব্য চালু নেই