ফের ২৫ ঘন্টা ২মিনিট পর ভূমিকম্প

রাজশাহী : রাজশাহীসহ সাড়া দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র ২৫ ঘন্টা ২মিনিট পরে সাড়া দেশে দ্বিতীয় বরের মত ভূমিকম্প অনুভূত হয়। রোববার দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্প প্রায় ৩৫ সেকে- স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ঘটনায় রাবির তৃতীয় বিজ্ঞান ভবন ও প্রশাসন ভবনে ফাটল দেখা দেয়। এতে তেমন কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি। ভূমিকম্পের সময় বহুতল ভবনগুলো থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে আসে। সবার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। কোথাও কোথাও চিৎকার ও শোরগোলও শোনা যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের কোদারি অঞ্চলের কাছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে গতকাল ৭ দশমিক ৯ এবং ৬ দশমিক ৪ মাত্রার দু’দফা ভূমিকম্পে রাজশাহীর কয়েকটিস্থানে ভবন হেলে পড়ে। আর ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে মারা গেছে প্রায় দুই হাজার লোক। ওই ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল নেপাল।



মন্তব্য চালু নেই