ফের রিমান্ডে গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার গয়েশ্বরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
তুরাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে রিমান্ডে পেল পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।
এরআগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেত্রকোনার সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গয়েশ্বরকে তিনদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। ওই রিমান্ড শেষেই আজ তাকে আদালতে হাজির করা হয়।
গেল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গয়েশ্বরকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে বুধবারে ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার ১০ দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে হাজির করে ডিবি।
মন্তব্য চালু নেই