ফের ভারতে বিটিভি

চলতি বছরের শেষেই বাংলাদেশ টেলিভিশন দেখা যেতে পারে ভারতে। স্থির হয়েছে, বাংলাদেশের সরকারি ‘বিটিভি’-র অনুষ্ঠান প্রচার করতে প্রসারভারতীর সঙ্গে সেটিকে যুক্ত করা হবে।
তিন দশক আগে বিশেষ অ্যান্টেনা বসিয়ে এ বাংলায় এই চ্যানেলটি দেখা যেত। এ বারের সফরে মোদীর লক্ষ্য ছিল বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সেতু রচনা করা। সে ক্ষেত্রে এই চ্যানেল যোগাযোগটিকেও গুরুত্ব দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রসারভারতীর ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) পরিষেবাকে কাজে লাগানোর কারণ, এটি নেওয়ার জন্য গ্রাহককে মাসিক কোনও অর্থ দিতে হয় না। শুধুমাত্র ডিশ বসাতে এককালীন কিছু খরচ হয়। কিন্তু এই পদক্ষেপেই সমস্যার সমাধান হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ শুধুমাত্র বিটিভি নয়, ভারতে তাদের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য ঢাকার বিভিন্ন বেসরকারি চ্যানেলের পক্ষ থেকেও বিরাট চাপ রয়েছে নয়াদিল্লির উপর।



মন্তব্য চালু নেই