ফের গান গাইলেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী আবারও গান গাইলেন। রোববার এক অনুষ্ঠানে তিনি ভুপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি গেয়ে শোনান।

পরে গানের কথাগুলো মেনে মানুষের সেবা করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান আইন নিয়ে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ গান গাইলেন।
মন্ত্রী বলেন, মানুষ হিসেবে যে দায়িত্ব আছে, তা যদি কেউ পালন করে তাহলে তিনি সত্যিকারের মানুষ। ‘মানুষ মানুষের জন্য’ গানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমরাই তো দানব হয়ে যাচ্ছি। প্রশাসনে যাঁরা আছেন, গানের প্রতিটি শব্দ তাঁদের শোনা উচিত।’ তিনি মানুষের সেবা করার জন্য সরকারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সচিব নাছিমা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। প্রসঙ্গত, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন।



মন্তব্য চালু নেই